ঐতিহাসিক ৭ মার্চ : কথার পরিমিতিবোধ
প্রকৃতিতে বসন্ত এসেছে। ফুলে ফুলে ভরেছে মন। পলাশ, শিমুলে লেগেছে আগুন। এইসব দিনরাত্রি খুব ভালো লাগে। সামনে রমজান। এক ধরনের শুভ্রতার অনুভূতিও জেগে উঠছে। সব মিলে একটা শান্তি শান্তি ভাব। না শীত, না গরম এমন আবহাওয়ায় যখন মৃদু বাতাসের ভিড়ে কৃষ্ণচূড়ার ডালের ফাঁকে উঁকি দেয় চাঁদ তখন দেশকে ভালোবাসতে ইচ্ছে
পুরোটা পড়ুন